জুক্সের চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু লাস ভেগাসে

চালকবিহীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জুক্স যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সাধারণ মানুষের জন্য রোবোট্যাক্সি সেবা চালু করেছে। গত বুধবার থেকে এই সেবা চালু করেছে জুক্স। অ্যাপের মাধ্যমে যে কেউ চালকবিহীন এই ট্যাক্সি ডাকতে পারবেন। আপাতত এর জন্য কোনো ভাড়া দিতে হবে না। এই প্রথম কোনো প্রতিষ্ঠান নিজেদের তৈরি বিশেষায়িত রোবোট্যাক্সি দিয়ে জনসাধারণের জন্য রাইড–হেইলিং সেবা চালু করল।

নেই স্টিয়ারিং হুইল বা প্যাডেল
জুক্সের রোবোট্যাক্সিগুলো অন্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। প্রচলিত গাড়িকে চালকবিহীন প্রযুক্তিতে রূপান্তর না করে জুক্স শুরু থেকে রাইড শেয়ারিংয়ের জন্য বিশেষ নকশায় বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে। এই গাড়িগুলোতে চালকের জন্য কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।

লাস ভেগাসে এই সেবা চালুর আগে জুক্স দুই বছরেরও বেশি সময় ধরে পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছে। প্রথমে শুধু প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এক মাইলের একটি নির্দিষ্ট রুটে সেবাটি সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে এর গতিসীমা ঘণ্টায় ৩৫ মাইল থেকে ৪৫ মাইল পর্যন্ত বাড়ানো হয়। এর পর রাতে ও হালকা বৃষ্টিতেও চলাচলের অনুমতি দেওয়া হয়।

 

আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে জুক্স অ্যাপ ডাউনলোড করে, যে কেউ লাস ভেগাসে এই চালকবিহীন ট্যাক্সি ডাকতে পারবেন। বাণিজ্যিক কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে ব্যবহারকারীদের মতামত নিতে আপাতত বিনামূল্যে এই সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সান ফ্রান্সিসকোতেও এই সেবা চালুর জন্য একটি অপেক্ষমাণ তালিকা খোলা হয়েছে।

জুক্সের প্রধান নির্বাহী আইশা ইভান্স বলেন, ‘নিরাপদ ও সহজলভ্য যাতায়াত নিশ্চিত করা আমাদের লক্ষ্য। লাস ভেগাসের মতো একটি শহরে আমাদের এই সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।’

You might also like

Comments are closed.