ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ১৫

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলার কারণে কিছু যানবাহন বিপরীত দিক দিয়ে চলাচল করছিল। এ সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে এসে ময়মনসিংহগামী আয়ান-রায়ান পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

You might also like

Comments are closed.