ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা।
এ সময় তারা জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’, ‘প্রশাসন ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রটিতে ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানানো হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।
এর আগে ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কর্মকর্তারা সুযোগ দিচ্ছেন না। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন
ছাত্রদল কর্মীদের অভিযোগ, সেখানে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশ করতে দিতে হবে। কিন্তু প্রশাসন জানায়, এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়ার সুযোগ নেই।
তবে আবিদ ও তার সমর্থকরা তা মানতে নারাজ। তারা শিক্ষক নাসিমা বেগমের বিরুদ্ধে ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তারা রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেন। ফটকের অপর প্রান্তে শিক্ষকরা এবং বাইরের দিকে ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘এই কেন্দ্রে শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে। তাই ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরাও ভোট গণনা দেখতে চাচ্ছেন। কিন্তু প্রশাসন কোনও কথা শুনছে না। তারা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। আমরা প্রবেশ না করা পর্যন্ত সেখান থেকে সরব না।’
উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Comments are closed.