জামিন পাননি সংগ্রাম সম্পাদক আসাদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেয়নি হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সিংয়ে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকর মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

শিশির মনির জানান, আদালত জামিন দেননি। আবেদনটি নিয়ে নিয়মিত বেঞ্চে (ছুটি শেষে আদালত খোলার পর) যেতে বলেছেন।

সংগ্রাম সম্পাদক আসাদকে জামিন দেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ
মানবতা‌বি‌রোধী অপরাধের দা‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রাম পত্রিকার প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করা হয়।

You might also like

Comments are closed.