অবশেষে ফেসবুক আইডি ফেরত পেলেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। সোমবার বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার ওয়েবসাইট ডিজেবল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে আবিদ বলেন, ‘আমার ফেসবুক  অ্যাকাউন্টটি মেটার রিভিউ থেকে ফিরে এলেও এখন আমার নির্বাচনের ওয়েবসাইট voteforabid.com যেখানে আমার নির্বাচনের অনলাইন ইশতেহার রয়েছে, সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছে জানিয়ে বলেন, ‘সাইবার স্পেসে কোনোক্রমেই আমাকে তারা আসতে দিচ্ছে না। বট আক্রমণ করে পুরো সাইবার স্পেসে আমার সব ফুটপ্রিন্ট তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। সব অপপ্রচারের বিরুদ্ধে সত্যের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’
এর আগে এক সংবাদ সম্মেলনে আবিদ বলেন, , ‘আমি কোনোদিন কাউকে পেছন থেকে আঘাতের চেষ্টা করিনি। কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের আইডি ডিজেবল করা হচ্ছে। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজকের এ দিনে এটা কাম্য ছিল না।
জানা যায়, সোমবার সকালে ঘুম উঠেই দেখেন তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। পরে তিনি আইডি ফিরিয়ে আনলেও আবার ডিজেবল করে দেওয়া হয়। অবশেষে বিকেলে আইডি ফেরত পান।
You might also like

Comments are closed.