ব্যক্তিগত জীবনের নেপথ্য যন্ত্রণা জানালেন মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন যেন এক অদেখা অধ্যায়। জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা। কাজকে সঙ্গী করে নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। তবে কতটা সুখী তিনি? সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতেই যেন মিলেছে তার উত্তর।

ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে নিজের জীবনের কিছু মুহূর্তকে তুলে ধরেছেন মিমি। তবে আরও গভীরভাবে তার অনুভূতি প্রকাশ পেয়েছে ভিডিওটির নেপথ্যে বাজতে থাকা অডিওতে। সেখানে শোনা যায় পুরুষ কণ্ঠের আবেগঘন বার্তা ‘সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প থাকে যা কেউ জানে না। যে গল্পে রয়েছে একা লড়াই, অশ্রুভেজা রাত, আর নীরব যন্ত্রণা।’

অডিওতে আরও বলা হয় ‘মানুষ ভাবে সে শক্তিশালী, তাই সবকিছু একাই পারবে। কিন্তু তারা জানে না, ভরসার মানুষ ভেঙেছে বিশ্বাস, প্রয়োজনের সময় পাশে কেউ ছিল না। তখনই সে শিখেছে, একা লড়াই করতে হয়।’

শেষাংশে ভেসে আসে বার্তা ‘সে বুঝেছে, নকল বন্ধু বেশিদিন থাকে না। তাই আজ সে নিজের দেওয়া ভালোবাসা নিজেকেই দিচ্ছে। আবার সে উঠে দাঁড়িয়েছে।’

You might also like

Comments are closed.