সাশ্রয়ী দামে আসছে নিসানের নতুন লিফ

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান তাদের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) ‘লিফ’-এর নতুন সংস্করণ উন্মোচন করেছে। তৃতীয় প্রজন্মের গাড়িটির ‘লিফ এস+’ সংস্করণের দাম শুরু হচ্ছে ২৯ হাজার ৯৯০ ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা। ২০১১ সালে বাজারে আসা প্রথম প্রজন্মের লিফ মডেলের চেয়েও নতুন এই গাড়িটির দাম কম। এর মাধ্যমে নিসান আবারও বৈদ্যুতিক গাড়ির বাজারে সাশ্রয়ী মূল্যের ইভি নিয়ে এলো।

 

 

চলতি বছরের শুরুতে নিসান তাদের লিফ ইভি নতুন ডিজাইন করার কথা জানিয়েছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি গাড়িটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এ ছাড়া ‘লিফ এসভি+’ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ২৩০ ডলার এবং ‘লিফ প্ল্যাটিনাম+’ মডেলের দাম রাখা হয়েছে ৩৮ হাজার ৯৯০ ডলার। তবে গাড়িটির বেস মডেল ‘লিফ এস’-এর দাম এখনো ঘোষণা করা হয়নি।

২০২৬ সালের এই মডেলগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ড্রাইভিং রেঞ্জ। ভ্যারিয়েন্ট বা মডেলভেদে একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ৩০৩ মাইল বা প্রায় ৪৮৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে, যা আগের সংস্করণগুলোর তুলনায় অনেক উন্নত।

সব মডেলে থাকবে ৩৫ মিনিটে ফাস্ট চার্জিং সুবিধা ও ‘নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড’ (এনএসি‌এস) পোর্ট সাপোর্ট। উচ্চমানের ট্রিমগুলোতে যুক্ত করা হয়েছে বড় ডুয়াল ডিসপ্লে, বাড়তি অডিও স্পিকার ও ওয়্যারলেস ফোন চার্জিং সুবিধা।

 

বিশ্লেষকরা মনে করছেন, তুলনামূলক কম দামের বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে নিসান আবারও কৌশলগতভাবে শক্ত অবস্থান নিয়েছে।

You might also like

Comments are closed.