মিথ্যা সংবাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ইমনের

ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে— এমন রটনায় গত শুক্রবার থেকেই তোলপাড় নেটমাধ্যম। স্বাভাবিকভাবে এ নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। তার কাছের মানুষেরাও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
তবে এই পরিস্থিতি আরও কঠিন পর্যায়ে পৌঁছায় যখন ইমনের বাবার কানেও এমন রটনা পৌঁছে যায়। আর বিষয়টি জানতেই প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং গায়িকা। ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি।
ইমনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে- এমন এক খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমনের মন্তব্য, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো?’
গায়িকা আরও লেখেন, ‘ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হতো না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’
এমন অনভিপ্রেত ঘটনায় ইমনের স্বামী তথা সংগীতশিল্পী নীলাঞ্জন ঘোষের নামও জড়িয়েছে। অতঃপর মুখ খুলেছেন তিনিও। জানিয়েছেন, এমন ভুয়ো খবর শুনে ইমনের বাবা কষ্ট পাচ্ছেন, এর থেকে খারাপ আর কী-ই বা হতে পারে!
You might also like

Comments are closed.