বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

রাজধানীর বনানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আনিস মিয়া (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহত আনিস বনানীর শিখা গার্মেন্টসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি শেরপুর জেলা সদরের তিরশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে মগবাজারের ওয়ারলেসগেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
নিহতের ভাই আশিক জানান, আমার ভাই গত পাঁচ ছয় মাস আগে বিয়ে করেন। বর্তমানে তিনি মহাকালী এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। আজ দুপুরের দিকে খাবার খাওয়ার জন্য অফিস থেকে বের হলে অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
You might also like

Comments are closed.