কাপ্তানবাজারে ১০ হাজার ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মিছবাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদে ডিবির গুলশান বিভাগের একটি চৌকস দল শনিবার সকালে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চলায়। ওই অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মিছবাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিছবাহ সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
You might also like

Comments are closed.