চলতি সপ্তাহেই আকাশে থাকবে ব্লাড মুন, খালি চোখে দেখা যাবে শনি গ্রহ

রাতের আকাশ দেখতে যারা ভালোবাসেন চলতি সপ্তাহটা তাদের জন্য বিশেষ। কারণ আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণ চাঁদ বা কর্ণ মুন উঠতে যাচ্ছে পূর্ব আকাশে। অবস্থান ভেদে রক্তচাঁদ বা ব্লাড মুন লুনার ইক্লিপস হিসেবে দেখা যাবে। চাঁদের সঙ্গেই দেখা যাবে শনি গ্রহ। রাতের আকাশে তৈরি হবে এক অপূর্ব দৃশ্য।

কর্ণ মুন কী: সেপ্টেম্বরের পূর্ণ চাঁদকে কর্ন মুন বলা হয়। কারণ বহুবছর আগে এই সময়ে উত্তর আমেরিকায় ভুট্টা বা অন্যান্য ফসল কাটা হতো। প্রাচীনকালে, যেকোনো পূর্ণ চাঁদকে বিশেষ প্রাকৃতিক ঘটনার সঙ্গে যুক্ত করা হতো। এই পূর্ণ চাঁদটি অন্যান্য পূর্ণ চাঁদের মতোই সাধারণ, তবে ২০২৫ সালে এটি বিশেষ লুনার ইক্লিপস বা রক্তচাঁদ হিসেবে দেখা যাবে।

ব্লাড মুন লুনার ইক্লিপস: আগামী  ৭ সেপ্টেম্বর ২০২৫-এ ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে সম্পূর্ণ লুনার ইক্লিপস দেখা যাবে। লুনার ইক্লিপস ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে অবস্থান নেয়। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এসে চাঁদের পৃষ্ঠে লালাভ আভা সৃষ্টি করে, যার কারণে একে ব্লাড মুন বলা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই ইক্লিপস দেখা যাবে না, তবে আলাস্কার পশ্চিম অংশ এবং আর্জেন্টিনার পূর্ব অংশ থেকে আংশিকভাবে দেখা যেতে পারে। ইউকে বা ইউরোপ থেকে ইক্লিপস উপভোগ করতে চাইলে পূর্ব দিকের সমতল আকাশে চাঁদ উঠার সময় খেয়াল রাখতে হবে।

 

শনি গ্রহের সঙ্গে কর্ন মুন

আগামী ৬ থেকে ৮  সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদ এবং শনি গ্রহ একই আকাশের অংশে দৃশ্যমান হবে। ৬ সেপ্টেম্বর চাঁদ দক্ষিণ-পূর্বে এবং শনি গ্রহ পূর্বে উঠবে। ৭ সেপ্টেম্বর পূর্ণ চাঁদ ও লুনার ইক্লিপস পূর্ব আকাশে উঠবে, ফলে চাঁদ ও শনি গ্রহের অবস্থান একে অপরের কাছে দেখাবে। সেইসঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর চাঁদ ও শনি গ্রহ একসঙ্গে দেখা সবচেয়ে চমকপ্রদ হবে। শনি ২১ সেপ্টেম্বর বিপরীত অবস্থানে আসছে, যা শনি গ্রহকে পর্যবেক্ষণের জন্য সেরা সময়।

অন্যদিকে, সেপ্টেম্বরের পরবর্তী মাসগুলোর আকাশ নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।  আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫-এ তিনটি ধারাবাহিক সুপারমুন দেখা যাবে। রাতের আকাশ আরও অন্ধকার হতে শুরু করবে, শনি গ্রহ দর্শনীয় অবস্থানে থাকবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন   

You might also like

Comments are closed.