রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন, ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘না’ : মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন। তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘বিএনপি বলেছে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়।
মানে আপনি একটি নির্বাহী আদেশে একটি দলকে নিষিদ্ধ করে দেবেন সেটা তারা চায় না। তারা এটা স্পষ্টভাবে বলেছে। কিন্তু আমি তাদের আচরণের মাধ্যমে এটা ঠিক বুঝতে পারি না। কারণ আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু বিএনপি প্রতিবাদ করেনি।
কিন্তু এই আদেশ দেওয়ার এক-দুই মাস আগে তারা বারবার বলেছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।’
মাসুদ কামাল বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। যারা এটা বলেছেন, তারাই কিন্তু নিষিদ্ধ করেছেন।’
তিনি বলেন, ‘রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন।
তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। যদি বলে ‘হতেও পারে’, তার মানে বুঝতে হবে ‘নিশ্চিত হবেই না’। আর যদি ‘না’ বলে, তাহলে বুঝতে হবে ‘হতে পারে’। আমি জানি না কোনটা তাদের মনের কথা আর কোনটা মুখের কথা। জনগণ কোনটা বুঝবে আমি জানি না।
You might also like

Comments are closed.