করোনাভাইরাস: আরও ৪ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

করোনা মোকাবেলায় বাংলাদেশকে আরও ৪ হাজার ২৫০ কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশকে এই ঋণ দিচ্ছে এডিবি। ইতিমধ্যেই এই ঋণের অনুমোদনও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

করোনার প্রভাব মোকাবেলায় জরুরিভিত্তিতে গত ২৮ মার্চ প্রথম দফায় ২ কোটি ৫৫ লাখ টাকা (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় ঋণ অনুমোদন দেয় প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার)।

You might also like

Comments are closed.