ভোটের প্রচারে গিয়ে পরিচয়, বিয়ে করলেন দুই এমপি

আড়াই বছর আগে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় পরিচয় হয় জিভুন সান্দের ও লুইস জোন্সের। এরপর থেকেই দুজনের সম্পর্ক গভীর হতে থাকে। গত বছর দুই জন ব্রিটেনের পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তারা বিয়ে করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির দুই পার্লামেন্ট সদস্য সম্প্রতি তাদের বিয়ের খবর ঘোষণা করেছেন।
লুইস জোন্স ফেসবুকে লেখেন, ‘আগস্ট মাসে আমি আমার অসাধারণ সঙ্গী জিভুন সান্দেরকে বিয়ে করেছি। আমাদের একটি সুন্দর বিয়ে হয়েছে, যেখানে আমাদের দুটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যকে একত্রিত করা হয়েছিল। এটি আমাদের নতুন জীবনের শুরুকে আরও বিশেষ করে তুলেছে।’
তিনি আরও বলেন, তার পদবি পরিবর্তন করে সান্দের-জোন্স রাখবেন। শিগগির তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই নাম দেখা যাবে। তবে তার পার্লামেন্টের ইমেইল ঠিকানা আপাতত একই থাকবে।
বিবিসি বলছে, দুটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য পালন করার জন্য এক সপ্তাহ ধরে বিয়ের নানা অনুষ্ঠান চলেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে জিভুন ও জোন্সের প্রথম দেখা হয়েছিল। ওই সময় জোন্স লফবরো-তে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন এবং জিভুন সান্দেরও সেখানে প্রচারণা চালাচ্ছিলেন।
গত বছর বিবিসিকে জীভুন সান্দের বলেছিলেন, যত তাকে চিনতে পেরেছি, তত তার প্রতি ভালোবাসা বেড়েছে। তিনি আরও বলেন, রাজনীতির কঠিন জীবন সম্পর্কে তাদের দুজনেরই বোঝাপড়া তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
জিভুন সান্দের লফবরো-থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। আর লুইস জোন্স উত্তর পূর্ব ডার্বিশায়ার থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। তবে তারাই প্রথম বিবাহিত দম্পতি নন যারা একইসঙ্গে পার্লামেন্টের সদস্য হয়েছেন। এর আগে গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার তার স্বামী এড বলসের সঙ্গে কাজ করেছেন, যিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন।
এছাড়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ব্যারন ভার্জিনিয়া বটমলি ও তার স্বামী স্যার পিটার বটমলি দুজনেই কনজারভেটিভ দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
You might also like

Comments are closed.