সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। বাকি ৬টি ডলার অ্যাকাউন্টে ২৪ হাজার ৭৯০ ডলার রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের নয় সদস্যের সমন্বয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব এরইমধ্যে ফ্রিজ করা হয়েছে। এরপর বিএফআইইউ’র ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।
তালিকায় বর্ণিত হিসাব ও ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। হিসাবগুলো ও ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বিধায় অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব আদালতের মাধ্যমে ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।
You might also like

Comments are closed.