নতুন মাইলফলক ছুঁলেন হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের গর্জন হয়েই এসেছেন হামজা চৌধুরী। গেল মার্চে বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন তিনি। এরপর থেকে একাধিক প্রবাসী ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা বনে গেছেন এই মিডফিল্ডার। তার এই অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া পেয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাইলফলক ছুঁয়েছেন এবার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ মিলিয়ন বা ১০ লাখ। নিজের ফেসবুক পেজে বিষয়টা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হামজা। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে আমার। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।’

এই মাইলফলক ছুঁয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। বনে গেছেন ১০ লাখ ইনস্টাগ্রাম অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন শমিত সোম, তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৯ লাখ ৯২ হাজার।

এর আগে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেকের আগেই ১০ লাখ ফেসবুক অনুসারী পেয়ে গিয়েছিলেন হামজা। এই মাইলফলকে অবশ্য তিনি প্রথম নন। জামাল ভূঁইয়া বনে গিয়েছিলেন ১০ লাখ ফেসবুক অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার, দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে চলতি বছরের শুরুতেই এই মাইলফলক ছুঁয়েছিলেন হামজা।

এরপর গেল ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। হামজা সে ম্যাচে খেলেছিলেন দারুণ। ভারতকে নাড়িয়ে দিয়েছিলেন রীতিমতো। তবে বাংলাদেশ জিততে জিততেও ড্র করেছিল ম্যাচটা।

ঘরের মাঠে অভিষেকটা অবশ্য দারুণ কেটেছে তার। ৭ মিনিটের মাথায় গোল করে খাতা খোলেন তিনি। সেদিন ভুটানের বিপক্ষে বাংলাদেশও জেতে ২-০ গোলে।

কোচ হাভিয়ের কাবরেরার অধীনে হামজা এরপর খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচ নিয়ে উন্মাদনাটাও ছিল তুঙ্গে। যদিও শেষমেশ সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারতে হয় বাংলাদেশকে।

তবে হামজার সঙ্গে এখন দলে যুক্ত হয়েছে শমিত সোম, ফাহামেদুল ইসলামদের মতো খেলোয়াড়। সঙ্গে কিউবা মিচেলদের মতো ফুটবলারও আছেন অভিষেকের অপেক্ষায়। আর তাদের সবাইকে বাংলাদেশে আসার পথটা দেখিয়েছেন কিন্তু এই হামজাই।

You might also like

Comments are closed.