ডাকসু ভোটের ফলাফল নিয়ে উমামার শঙ্কা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষে ভোটের ফলাফল দিতে দেরি হলে একটি পক্ষ ফল পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
উমামা বলেন, ‘ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার মধ্যে সময় বেশি নেয়া যাবে না‌। কারণ বিলম্ব হলে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে একটি পক্ষ।’
কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা হলের কেন্দ্র সমাজকল্যাণ ইনস্টিটিউটে দেয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র এই ভিপি প্রার্থী।
তিনি বলেন, ‘মেয়ে ও ছেলেদের হলের ঘোষিত ভোটকেন্দ্র পরিবর্তন করতে হবে। এখন নির্ধারিত কেন্দ্র অনেক দূরে। নির্বাচনের দিন বাস কতগুলো চলবে সেগুলো আগেই ঘোষণা করতে হবে।’
হলের প্রচারণার সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত করার দাবি জানিয়ে উমামা বলেন, ‘হলে প্রবেশের ক্ষেত্রে শিথিলতা আনতে হবে।’
নির্বাচনের আগে থাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সময় অনেকের পরীক্ষা। এতে ডাকসুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে শিক্ষার্থী ও প্রার্থীরা। ভোটের তারিখের সঙ্গে পরীক্ষার তারিখের সমন্বয় আনতে হবে।’
এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘নারী প্রার্থীদের সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট রোধে ব্যবস্থা নিতে বলা হলেও প্রশাসন এখনো নেয়নি।’ ডাকসু নির্বাচনের জন্য বিশেষ সাইবার সেল গঠনের দাবি তুলেছেন উমামা ফাতেমা।
You might also like

Comments are closed.