সারা দেশে কামিল পরীক্ষা শুরু রোববার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদ্রাসাগুলোর এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পাঁচটি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

You might also like

Comments are closed.