কেন্দ্রীয় কারাগার থেকে দ্বিতীয় ধাপে আরও ৩৮৫ কয়েদির মুক্তি

ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৩৮৫ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। দেশের করোনা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের নির্দেশে ৬৪ কারাগার থেকে বিভিন্ন অপরাধে তিনমাস থেকে ছয়মাস সাজা প্রাপ্ত ৯০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপে ৩৮৫ সাজা প্রাপ্ত কয়েদিকে ছেড়ে দেওয়া হলো।

কারাগারের জেল সুপার ইকবাল আহমেদ জানান, স্বারাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথম ধাপে গত ২৫ এপ্রিল ৫৫৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বিতীয় ধাপে পর্যাক্রমে ৩৮৫ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হলো।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৪ টি কারাগারে বিভিন্ন অপরাধে তিনমাস থেকে ছয়মাস মেয়াদে বিচারকরা সাজা দিয়েছে এরকম ৯০ হাজার সাজাপ্রাপ্ত বন্দি বিভিন্ন কারাগারে আটক আছে। পর্যায়ক্রমে এসকল বন্দিরা জেলা কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছে।

You might also like

Comments are closed.