মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে বাঁচা-মরার ম্যাচে মেলবোর্ন স্টারস একাডেমিকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো হয় না অধিনায়ক নুরুল হাসান সোহানের দলের। দলীয় ২৭ রানে জিশান আলম (১৯) আউট হওয়ার পর পঞ্চাশ না পেরোতেই ৩ ‍উইকেট হারায়।
দলীয় ৫০ রানে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ধাক্কাটা দেন হামিশ ম্যাকেনজি। পরে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ইনিংস খেলা সাইফ হাসানকে আউট করে মেলবোর্নের সেরা বোলারও হন এই চায়নাম্যান স্পিনার। বোলিং কোটা শেষ করেন ২১ রানে ৩ উইকেট নিয়ে।
চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দেড় শর ওপর সংগ্রহের ভিত এনে দেন সাইফ ও অধিনায়ক সোহান।
তবে ব্যক্তিগত ৩৩ রানে সোহান আউট হওয়ার পর আবার নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষে দেড় শ হওয়া নিয়ে একটা শঙ্কা দেখা গিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ১৫৬ রানের সংগ্রহ এনে দেন ইয়াসির আলি রাব্বি। শেষ দিকে সমান ২ চার ও ছক্কায় ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
এ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট ৬ হবে। অন্যথা হারলেই বিদায়। কেননা এখন পর্যন্ত ২ জয়ে ৪ পয়েন্টে আট নম্বরে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে নিজেদের জয়ের সঙ্গে অন্যদের হার কামনা করতে হবে। এর পরও অবশ্য সম্ভাবনা কম থাকবে।
কারণ অন্যরা নেট রানরেটে বেশ এগিয়ে। ইতিমধ্যে ১০ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল শিকাগো কিংসম্যান।
You might also like

Comments are closed.