ছুটির মেয়াদ ১৫ই মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

ফের বাড়ছে সাধারণ ছুটি। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ নিয়ে ছয় দফায় ছুটি বাড়ছে। আজ শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির মেয়াদ ১৫ই মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছেন। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

You might also like

Comments are closed.