বিশ্বকাপ বাছাই: মেসিকে রেখেই শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিওনেল মেসিকে দলে রেখেই, নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাওয়া এই স্ট্রাইকার চলতি মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪২ ম্যাচে করেছেন ১৫টি গোল।

এদিকে, দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এঞ্জো ফার্নান্দেসকে দলে রাখা হয়নি। এবারও স্কোয়াডে ডাক পাননি পাওলো দিবালা।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে দলটি। এরপর, ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে স্কালোনির দল।

You might also like

Comments are closed.