সিলেটের সাদাপাথর কাণ্ডে এবার কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

সাদাপাথর কাণ্ডের জের ধরে সিলেটের জেলা প্রশাসকের পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহারকে বদলি করা হয়েছে। তার স্থলে মোহাম্মদ শফিকুল ইসলামকে নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আজিজুননাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
You might also like

Comments are closed.