নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু

ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলা (৬) কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রোববার (১৭ আগষ্ট) দুপুর ২টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তুজারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তুজারপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায়  ওই পুকুরের  পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী বেশ কয়েকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।

You might also like

Comments are closed.