দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’

দুই প্রবীণ অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামানকে মূল দুই চরিত্রে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, আবুল হায়াত ও দিলারা জামানকে ঘিরেই তৈরি নাটকের চিত্রনাট্য করা হয়েছে। শিগগিরই ‘ইনিগমা টিভি’ নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘বেলা ও বিকেল’।

আবুল হায়াত বলেন, “আমার চরিত্রের নাম বিকেল। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে অভিনয় করেছি, এবার নাম ভূমিকায় আমাদের দেখা যাবে। এই নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে।”

গল্প ভালো লেগেছে বলে জানিয়েছেন দিলারা জামানও। তিনি মনে করেন, এই সময়ে এসে এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ এক ধরনের চ্যালেঞ্জই বলা চলে। কারণ,চরিত্রনির্ভর গল্প আমাদের এখানে হয় না বললেই চলে। কাজটি সুন্দর, দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীরসহ কয়েকজন।

You might also like

Comments are closed.