শেরপুরে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ইউনিয়নের কুঠুরাকান্দা ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুর ঘাট নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

নিহত কিশোরের নাম আবদুল জলিল (১৬)। সে চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।

এর আগে, শনিবার দুপুর ১টার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে বন্ধুদের সাথে গোছল করতে গিয়ে সে নিখোঁজ হয় জলিল। পরে শেরপুর ও জামালপুরে  ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম। বলেন, বিষয়টি আমরা জেনেছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি।

You might also like

Comments are closed.