প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর মোদীর টুইট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক টুইটে মোদী জানান, শেখ হাসিনা ও তার মধ্যে আলোচনা হয়েছে। এতে করোনা ভাইরাস মহামারী এবং এর মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

মোদী তার টুইটে লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। তাকে ও বাংলাদেশের জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছি। আমরা কভিড-১৯ এবং বাংলাদেশ ও ভারত কিভাবে সম্মিলিতভাবে এর মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা করেছি।

মোদী আরো লিখেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অগ্রাধিকার দেয়া অব্যাহত রাখবে তার সরকার।

You might also like

Comments are closed.