পাম অয়েলের নতুন দাম নির্ধারণ
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন।
তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে—বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারিত আছে।
উল্লেখ্য, দেশের ভোজ্যতেল ব্যবহারের প্রায় ৬০ শতাংশই পাম অয়েল থেকে আসে।

Comments are closed.