ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টা থেকে চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

এছাড়া ১৮ টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। আগামী ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ১৯ আগস্ট মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ।

একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ জন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম তুলতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা।

You might also like

Comments are closed.