এশিয়ান ফুড ফিল্মে সেরা ২৫ ছবির মধ্যে ‘আহা রে’

সম্প্রতি ‘এশিয়ান ফুড ফিল্ম’ ২৫টি ছবিকে সেরা মনোনীত করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে রঞ্জন ঘোষ পরিচালিত এবং কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢাকার আরেফিন শুভ অভিনীত ভারতীয় বাংলা ছবি ‘আহা রে’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘আহা রে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

স্বাভাবিকভাবেই ঋতুপর্ণা ভীষণ উচ্ছ্বসিত এই সম্মান পেয়ে। তিনি এই মুহূর্তে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে। সেখান থেকেই মুঠোফোনে বাংলাদেশের দর্শকদের জানালেন খুশির খবরটা, “আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি। তবু এই ভাল খবরটা শেয়ার করতে চাই দর্শকের সঙ্গে। ‘আহা রে’ যেমন দর্শকের ভাল লেগেছিল, তেমনি বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিল, পুরস্কার পেয়েছিল। তবে এবার এই সম্মান প্রাপ্তিটা বড় আনন্দের।

এটা আমাদের জন্য ভীষণ গর্বের। পুরো টিমকেই শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে পরিচালককে। খাবার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা, সেই বিষয় নিয়ে নিরীক্ষা করাটা একটু ঝুঁকিপূর্ণ। তবুও এশিয়ার দর্শক ছবিটা পছন্দ করেছেন সেটা তো নিঃসন্দেহে আনন্দের।”

“মানুষের জীবনে খাবারের আলাদা গুরুত্ব রয়েছে। এখন খাবার নিয়ে অনেক সমস্যা। ঠিকমতো খেতে পাচ্ছেন না অনেকে। এই সময় আমরা যেন এতটুকু খাবার নষ্ট না করি। খাবারকে কখনই অবজ্ঞা করা উচিত নয়৷ আমরা যে ঠিকমতো খাবার পাচ্ছি, এটাই অনেক বড় আশীর্বাদ”, তিনি যোগ করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.