হাসপাতালে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি সন্ধ্যায় তার ছেলে আনন্দ জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আনন্দ বলেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বাবা। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে এপ্রিলের শুরুতে একই ধরনের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আনিসুজ্জামান। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

You might also like

Comments are closed.