পানির তোড়ে কালভার্ট ভেঙে হলো দুইভাগ

 

বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে পানির তোড়ে চট্টগ্রামে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এই কালভার্টটি ভেঙে পড়ে।

নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো। এটি ভেঙে পড়ায় চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

১০-১৫ দিন পর কালভার্টটি আরও বড় আকারে নির্মাণের কাজ শুরু করার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি দাবি করেছেন, কালভার্টটি পুনরায় নতুন করে নিমার্ণের বিষয়টি চসিকের পরিকল্পনার মধ্যে ছিল। বর্ষার পর কাজ ধরা হতো। এজন্য ৮-৯ কোটি টাকা মতো বরাদ্ধ দেয়া হতো।

এদিকে, চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

You might also like

Comments are closed.