মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের মদিনা নগরীকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম এই শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

গভর্নর সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি প্রমাণ করে যে, নাগরিকদের জীবনমান উন্নয়নে সৌদি নেতৃত্ব দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি এটিকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অনুকরণীয় উন্নয়ন মডেল’ হিসেবেও উল্লেখ করেন, যা সৌদির ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

soudi juboraj_Dhakaprokash.jpg

এই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে শহরের অবকাঠামো ও সেবাব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—যেমন, স্বাস্থ্যসেবার প্রাথমিক কেন্দ্র, হাঁটার উপযোগী পথ, খোলা জায়গা ও পার্ক ইত্যাদি।

এর মাধ্যমে মদিনা জেদ্দার পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, সৌদি আরবের ১৪টি শহর ইতিমধ্যে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

You might also like

Comments are closed.