চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে, যার নাম ‘ক্যারিয়ার ড্রিমার’। এটি চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক একটি টুল। এই টুলটি ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরি খুঁজতে সাহায্য করবে-এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য মতে, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা চিহ্নিত করতে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে। চাকরি বাজারের তথ্য বিশ্লেষণ করে পেশা গঠনেও সহায়তা করবে টুলটি। এমনকি সাক্ষাৎকারের প্রস্তুতি নিতেও ভূমিকা রাখবে।

জেমিনি প্রযুক্তি কাজে লাগিয়ে টুলটি চাকরিপ্রার্থীদের জন্য ভালো মানের কভার লেটার লিখে দেওয়ার পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে। তবে প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্ম যেমন লিংকডইন বা ইনডিডের মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিংক দেখাবে না টুলটি। এটি ব্যবহারকারীদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা দেখাবে।

ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীর পেশাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি স্থানীয় চাকরির সন্ধান দেবে। ব্যবহারকারী যদি নতুন কোনো পেশার বিষয়ে বিস্তারিত জানতে চান তবে সে তথ্যও জানাবে। এরই মধ্যে টুলটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। তবে এটি অন্যান্য দেশে কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

You might also like

Comments are closed.