সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করল জাপান

জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। এর থেকে বাদ যায়নি সূর্যাস্তের দেশ জাপানও। দেশটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, জাপানের রাজধানী টোকিও থেকে ৫৬০ কিলোমিটার দূরে টাম্বা শহরে বুধবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশটির ইতিহাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালে একই শহরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সর্বোচ্চ। তবে বুধবারের তাপমাত্রা আগের সব রেকর্ডকে ভেঙে ফেলেছে।

এছাড়া জাপানের কোয়োতোর ফুকুচিয়ামা শহরেও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ওকাইয়ামার মানিওয়া শহর ও হুয়োগোর নিশিওয়াকি শহরে একই ধরনের তাপমাত্রা দেখা গেছে।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ৩৩ এলাকায় হিটস্টোক এলার্ট জারি করা হয়েছে।

গত সপ্তাহে হিটস্টোকে আক্রান্ত হয়েছে জাপানের ১০ হাজার ৮০০ নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছিল। এছাড়া উষ্ণতা সংক্রান্ত ইস্যুতে মারা গেছে ১৬ জন।

ক্রমান্বয়ে জাপানের তাপমাত্রা বাড়ছে- তা বুধবারের উষ্ণতায় বুঝা যায় বলে জানিয়েছে আল-জাজিরা।

গত মাস ছিল জাপানের সবচেয়ে উষ্ণতম জুন মাস। মাসটিতে গড় তাপমাত্রা অন্যান্য সময়ে তুলনায় ২ দশমিক ৩৪ ডিগ্রি বেশি ছিল।

You might also like

Comments are closed.