নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় নদীতে পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই উপকূলীয় খোটপেটুয়া ও কালিন্দিসহ সকল নদীতে স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। কোথাও বাঁধ ভেঙে না গেলে জলোচ্ছ্বাসে প্লাবিত হবার সম্ভাবনা নেই। বাঁধ ভেঙে গেলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, তিন নম্বর সতর্কতা সংকেত এখনও বহাল। নদীতে জোয়ারের সময় এক থেকে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজ ও আগামীকাল থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। যে কোন ধরণের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

-সাতক্ষীরা প্রতিনিধি

You might also like

Comments are closed.