চীনের বিমানবন্দরে ঢাবি অধ্যাপকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু

চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আন্তর্জাতিক এক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জাহাঙ্গীর আলম গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ায় এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সম্মেলন শেষে দেশে ফেরার পথে গতকাল ২৩ জুলাই চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এই আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক জাহাঙ্গীর আলম ছিলেন নিরহংকার, সদালাপী ও সজ্জন মানুষ। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারাল।”

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

You might also like

Comments are closed.