সিলেটে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সিলেটে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের করিহাই লান্দু গ্রামে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল আহমদ নাবিল (১৪) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিল জামিল। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বজ্রপাতে স্কুলছাত্র জামিল আহমদ নাবিলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ।

-সিলেট প্রতিনিধি

You might also like

Comments are closed.