বৃষ্টির দিনে যেমন জুতা বেছে নেবেন

বছরের এই সময়টায় আকাশ পরিষ্কার দেখে কোনোরকম প্রস্তুতি ছাড়াই হয়তো বাইরে বের হয়েছেন, এর মধ্যেই নামল ঝুম বৃষ্টি। পায়ে যদি থাকে এক জোড়া সুন্দর ফ্যাশনেবল জুতা, তাহলে সেগুলোর বারোটা। বিশেষজ্ঞরা এই সময় তাই প্লাস্টিকের জুতা ব্যবহারের পরামর্শ দেন। কারণ, বৃষ্টিতে র‍্যাক্সিন অথবা চামড়ার জুতা ভিজে নষ্ট হয়ে যায়। আর এতে পায়ের ত্বকে নানা ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কাও থাকে। তাই প্লাস্টিক বা পানিনিরোধক স্যান্ডেল বা জুতা এই সময়ে বেছে নেওয়া ভালো।

এই সময়ের জন্য পা ঢাকা ক্রক্স জুতা বেছে নিতে পারেন। ছোট ছোট ছিদ্র থাকায় ক্রক্স জুতা পরলে পা ভিজলেও দ্রুত শুকিয়ে যায়। ফলে পায়ের ত্বকে ছত্রাক সংক্রমণের ভয় থাকে না। এ ছাড়াও বাজারে এখন দুই ফিতা, সামনে ঢাকা—বর্ষার উপযোগী এমন নানা নকশার স্যান্ডেল পাওয়া যাচ্ছে। দাম শুরু ২৫০ টাকা থেকে। দোকানিরা জানান, পায়ের ওপর আবরণী দেওয়া প্লাস্টিকের স্যান্ডেলের চাহিদা এখন বেশি।

বৃষ্টির দিনে অনেকেই ফ্ল্যাট স্যান্ডেল বেছে নেন। তবে জুতার দোকান লা মোডের স্বত্বাধিকারী ফাহমিদা ইসলাম বলছিলেন, হাঁটার সময় পায়ে যাতে রাস্তায় জমে থাকা ময়লা, পানি ও কাদা না লাগে, সে জন্য জুতা বা স্যান্ডেলের সোল একটু উঁচু থাকা ভালো। যাঁদের বৃষ্টির দিনে বেশি সময় বাইরে থাকতে হয়, তাঁদের জন্য পায়ের চারপাশের অংশ যেন ঢেকে থাকে, এ রকম জুতা বেছে নেওয়ার পরামর্শ দিলেন ফাহমিদা।

তবে বৃষ্টির সময় পেনসিল বা বড় হিলের জুতা ব্যবহার না করাই ভালো। কারণ, শহরে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো পানি জমে একাকার হয়ে যায়। তাই এই ধরনের জুতা পরলে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

জুতায় কাদা লেগে গেলে সঙ্গে সঙ্গে ঘষবেন না। দাগ বসে যাবে। শুকিয়ে গেলে ভেজা টিস্যু দিয়ে কাদা মুছে নিন। প্লাস্টিক বা রাবারের জুতা ভিজে গেলে খুব দ্রুত পানি শুকিয়ে যায়।

বর্ষায় ব্যবহারের উপযোগী জুতা আশপাশের দোকানেই পাবেন। তবে অপেক্ষাকৃত কম দামে বিভিন্ন রাবারের সোলের বৈচিত্র্যময় জুতা পাবেন নিউমার্কেট, চাঁদনী চক, এলিফ্যান্ট রোড, মিরপুর, গুলিস্তানের বিপণিবিতানগুলোয়। এসব জুতায় শুধু আরামই নয়, ফ্যাশনের দিকও বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। জুতার স্ট্র্যাপ আর আবরণীতে লাল, নীল, গোলাপির মতো উজ্জ্বল রঙের ব্যবহার থাকছে।ফ্যাশন অ্যাক্সেসরিজের সেরা দোকান

ব্র্যান্ডের জুতা কিনতে চাইলে চলে যেতে পারেন বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা, মেট্রো শপিং মল প্রভৃতি বিপণিবিতানে। বাটা, গ্যালারি অ্যাপেক্স, বে এম্পোরিয়ামসহ নানা ব্র্যান্ডের নিজস্ব আউটলেট তো আছেই।

নিউমার্কেট, চাঁদনী চক, মেট্রো শপিং মলসহ বিভিন্ন জুতার দোকানে পানিরোধক জুতার দাম ৮০০ টাকা থেকে শুরু। গ্যালারি অ্যাপেক্সে ছেলেদের জুতাগুলোর দাম ১ হাজার ৩৫০ টাকা থেকে শুরু। বর্ষায় ব্যবহার উপযোগী লেদার সিনথেটিক মেশানো কেডস পাওয়া যাবে ৭০০ থেকে ২ হাজার ৭০০ টাকার মধ্যে।

You might also like

Comments are closed.