ইতিহাস গড়ে ইউরো ফাইনালে স্পেন

উয়েফা উইমেন্স ইউরো ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় এক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বুধবার (২৩ জুলাই) রাতে সুইজারল্যান্ডের জুরিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে হারায় তারা।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্রয়ের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৩ মিনিটে দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। তার এই গোলেই ইউরো ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের টিকিট কাটে স্পেন। একই সঙ্গে বড় মঞ্চে জার্মানির বিপক্ষে তাদের এটিই প্রথম জয়।

টুর্নামেন্টের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। তারা প্রথম সেমিফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা লড়াইয়ে উঠেছে। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য এই ফাইনাল রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। এটি ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

ইউরো সেমিফাইনালে জার্মানির এটি ছিল ১১তম অংশগ্রহণ, এর আগে ১০ বার অংশ নিয়ে ৯ বারই জয় পেয়েছিল তারা। এমন এক পরিসংখ্যানের বিপরীতে দাঁড়িয়ে স্পেনের জয় নিঃসন্দেহে ঐতিহাসিক।

You might also like

Comments are closed.