শ্রীলীলার প্রশংসায় পঞ্চমুখ আল্লু অর্জুন

দক্ষিণ ভারতের উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা। পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ও নাচের জন্য শ্রীলীলা পরিচিত। খুব অল্প সময়েই তেলেগু সিনেমায় নিজের জায়গা করে নিয়েছেন। তিনি দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডের দর্শকেরও মনোযোগ আকর্ষণ করেছেন। অভিনয় করতে যাচ্ছেন হিন্দি সিনেমায়। সেখানে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা মিলবে শ্রীলীলার। অভিনেত্রীর এই নতুন যাত্রায় তাকে শুভকামনা জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন।

সম্প্রতি জনসমক্ষে এ তরুণ অভিনেত্রীর প্রশংসা করতে দেখা গেছে আল্লু অর্জুনকে। আল্লু ও শ্রীলীলা একসঙ্গে কাজ করেছে ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম সংয়ে। ‘কিসকিস’ শিরোনামের গানটি আলোচিত ও প্রশংসিত হয়েছে। পর্দায় তাদের রসায়ন দর্শক পছন্দ করেছেন। শ্রীলীলা প্রসঙ্গে আল্লু অর্জুন বলেন, ‘কী মিষ্টি মেয়ে! তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে করি। আমি তাকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি এ প্রজন্মের জন্য, তুমি (শ্রীলীলাকে উদ্দেশ করে বলা) সব তেলেগু মেয়ের জন্য একটি অনুপ্রেরণা।’

আল্লু আরো বলেন, ‘তুমি এ প্রজন্মের প্রথম তেলেগু নারী তারকা, যে আমাদের গর্বিত করেছে। আমি মন থেকে কামনা করি, তুমি আমাদের সবাইকে আরো উচ্চতায় নিয়ে যাও।’

এদিকে প্রথম হিন্দি সিনেমা মুক্তি না পেলেও বলিউডে শ্রীলীলার জনপ্রিয়তা এরই মধ্যে চোখে পড়ার মতো। তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে অনুরাগ বসু পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন। এটি একটি রোমান্টিক মিউজিক্যাল সিনেমা হতে যাচ্ছে। ইতোমধ্যেই বলিউডম নির্মাতাদের চোখেও শ্রীলীলা রয়েছেন পছন্দের তালিকায়। তাই বলিউডে বেশ শক্ত অবস্থান করতে পারবেন অভিনেত্রী, এমনটাই মনে করছেন তার অনুরাগীরা। এখন সময়ই বলে দেবে, নিজেকে কতদূর নিতে পারেন শ্রীলীলা।

You might also like

Comments are closed.