লিগা এমএক্সের বিপক্ষে মাঠে না নামলেই নিষেধাজ্ঞায় পড়বেন মেসি!
যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামছে লিগা এমএক্স। কোনো কারণ ছাড়া এই ম্যাচটি না খেললে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন লিওনেল মেসি। খবর স্পোর্টস্টারসহ বেশ কিছু সংবাদমাধ্যমের।
ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেননি আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএস অল-স্টারস কোচ নিকো এস্তেভেজকে ইতোমধ্যে সাবেক বার্সা তারকার প্রশিক্ষণে অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়। যা তিনি কৌশলে এড়িয়ে গেছেন।
মেজর লিগ সকারের বেশ কজন তারকা ফুটবলার খেলবেন এই ম্যাচে। যার মধ্যে সাবেক তারকা হারভিং লোজানো, জর্ডি আলবা ও ডিয়েগো রসি রয়েছেন।
উল্লেখ্য, সবশেষ ম্যাচে ইন্টার মায়ামি ৫-১ গোলে নিউইয়র্ক রেড বুলসকে হারায়। যেখানে দুটি গোল করেছিলেন লিওনেল মেসি।

Comments are closed.