২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি, মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১০ জনে দাঁড়িয়েছে।

You might also like

Comments are closed.