পূর্ণিমা দাসের পোস্ট শেয়ার করে ‘মুছে ফেললেন’ তিশা

বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা। সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
অভিনেত্রী তিশাকেও শেয়ার করতে দেখা যায় পোস্টটি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর আগে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যায় অভিনেত্রীর সেই পোস্টে। ধারনা করা হচ্ছে, নেতিবাচক কমেন্টের কারণেই পোস্টটি ডিলিট করেছেন তিশা।
অন্যদিকে পূর্ণিমা দাসের সেই পোস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী সাদিয়া আয়মান। পূর্ণিমা দাসের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সাদিয়া আয়মান। বরং বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

Comments are closed.