রাজধানীর মুগদায় দুই বাসের চাপায় রেলকর্মী নিহত

রাজধানীর মুগদা এলাকায় দুই বাসের চাপায় আতিকুর রহমান (৪৮) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। তিনি ঢাকা রেলওয়েতে এসএস ফিটার (মেকানিক) পদে কর্মরত ছিলেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের বাসিন্দা। নিহতের সহকর্মী ওবায়দুল হক জানান, আতিকুর রহমান মুগদা এলাকায় বসবাস করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

You might also like

Comments are closed.