বরিশালে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় আকস্মিক বজ্রপাতে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন।

মৃত জুয়েল হাওলাদার (২৫) ওই গ্রামের বাসিন্দা আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

প্রতিবেশী অপু জানান, দুপুরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যায়। চলন্ত ট্রাক্টরটি পাশের রাস্তায় গিয়ে স্বজোরে ধাক্কা দেয়। তখন স্থানীয়দের সন্দেহ হলে জমির মধ্যে গিয়ে জুয়েলকে অচেতন অবস্থায় পায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– বরিশাল প্রতিনিধি

You might also like

Comments are closed.