পুলিশ কনস্টেবল পদে আবেদনের শেষ দিন ২৪ জুলাই

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫০/সমমান)।

আবেদনের বিস্তারিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd-এ পাওয়া যাবে।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

You might also like

Comments are closed.