সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়েছেন কয়েকশ শিক্ষার্থী। তার আগে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।
তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। আর সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মূলত, বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তখন তাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা গেছে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন। এজন্য তারা আজ এক ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন। তা শেষ হওয়ার পরই সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর মধ্যে বিকেলে ৩টা ৫৩ মিনিটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।

Comments are closed.