এবার অনলাইন কোর্ট চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

অনলাইনে প্রয়োজনীয় আদেশের জন্য একটি বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতি বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী।

মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও পরিচালক এডভোকেট ইশরাত হাসান রেজিস্ট্রার জেনারেলের ই-মেইলের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছেন।

ব্যারিস্টার আব্দুল হালিম আজ রবিবার সাংবাদিকদের জানান, ই-মেইলের মাধ্যমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছি। চিঠিটি আবেদন হিসেবে গ্রহণ করে প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দিতে পারেন, যে বেঞ্চ অনলাইনে আদেশ দিতে পারেন। চাইলে আমরাও স্কাইপ বা অনলাইনে যেকেনো মাধ্যমে সংযুক্ত হতে পারবো। বাসস

You might also like

Comments are closed.