বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজন রক্তের, সাহায্যে এগিয়ে আসার আহ্বান

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর (এফ-৭ বিজিআই) প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

এখন পর্যন্ত নারী শিশুসহ ২৯ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে, হতাহতদের জন্য প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এরইমধ্যে অর্ধশতাধিক দগ্ধ মানুষ ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন।

এদিকে, হতাহতদের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এগিয়ে আসছেন। শেখ মইনুল খোকন পোস্ট করে লিখেছেন, উত্তরায় দুর্ঘটনায় হতাহত কারো আইসিইউ লাগলে ‘হিউম্যান এইড রিসার্চ ল্যাব এন্ড হাসপাতালের আইইসিইউ’র সকল সেবা বিনা খরচে প্রদান করা হবে।

কেউ কেউ লিখেছেন যেকোন প্রয়োজনে সহায়তায় করতে প্রস্তুত। অনেকেই আবার এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে দোয়া করেছেন।

You might also like

Comments are closed.